১৫ দিনের মধ্যে উপদেষ্টা আসিফ ও মাহফুজের পদত্যাগ দাবি গণঅধিকার পরিষদের

অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে আপস করার অভিযোগ এনে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগ দাবি করেছে গণ অধিকার পরিষদ।
আজ (১৮ মার্চ) রাজধানীর পুরান পল্টনে গণ অধিকার পরিষদের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গণ অধিকার পরিষদের সহ-সভাপতি ফারুক হাসান গণমাধ্যমকে বলেন, 'আগামী ১৫ দিনের মধ্যে এই দুই উপদেষ্টা পদত্যাগ না করলে জুলাই মাসের অভ্যুত্থানের সব শক্তিকে সম্পৃক্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।'
তিনি বলেন, 'এই সরকারের কাজ জনগণের সেবা করা। কিন্তু তারা জনগণের প্রত্যাশা বাস্তবায়নের পরিবর্তে তারা বেছে বেছে একটি রাজনৈতিক দলকে পৃষ্ঠপোষকতা করছে। এর ফলে এর উদ্দেশ্য সম্পর্কে গুরুতর সন্দেহ ও বিভ্রান্তির উদ্রেক হয়।'
ফারুক বলেন, 'এই সরকার যদি জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন না করে, তাহলে জনগণও এই সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।'
সংবাদ সম্মেলনে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জুলাই মাসের গণ-অভ্যুত্থানের সময় ছাত্র-সাধারণ মানুষ হত্যায় জড়িত থাকার কারণে আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করার দাবি জানান।
এ সময় তিনি বলেন, সাম্প্রতিক ওয়াসার বিতর্কিত নিয়োগগুলোও বাতিল করতে হবে।