ঈদ ও স্বাধীনতা দিবস ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই: স্বরাষ্ট্র সচিব

আসন্ন পবিত্র ঈদুল ফিতর এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।
তিনি বলেন, 'রমজান চলছে। ২৬শে মার্চ স্বাধীনতা দিবস আসছে, এবং তার পরে ঈদের ছুটি থাকবে। এই কারণেই আমরা এই আয়োজনগুলো নিয়ে কোনো হুমকি আছে কি না তা বিশ্লেষণ করছি। এছাড়াও, ঈদের আগে সাধারণত শ্রমিকদের অসন্তোষ কীভাবে কমানো যায় তা নিয়ে আমরা সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সাথে আলোচনা করেছি।'
রবিবার (১৬ মার্চ) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পবিত্র ঈদ-উল-ফিতর এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি।
সিনিয়র সচিব বলেন, 'শ্রমিকদের বেতন সময়মতো পরিশোধ নিশ্চিত করার জন্য আমরা বিজিএমইএ, বিকেএমইএ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি।'
এক প্রশ্নের জবাবে নাসিমুল জানান, পর্যায়ক্রমে শ্রমিকদের ছুটি দেওয়ার কথা ভাবছেন তারা।
আমরা শ্রমিক নেতাদের বলেছি, শ্রমিকরা যাতে সময়মতো বেতন পান। আমরা চাই না (শ্রমিক অসন্তোষের কারণে) কোনো সম্পদ ধ্বংস হোক।
তিনি আরও বলেন, 'ছুটিতে মানুষ যেসব স্থানে যাতায়াত করবে সেসব স্থানে চাঁদাবাজি ও ছিনতাই বন্ধ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দিয়েছি। পুলিশ কমিশনার যেভাবে বলেছেন, আমরা ইতোমধ্যে শপিংমলগুলোতে নিরাপত্তা নিশ্চিত করেছি।
এবারের স্বাধীনতা দিবসেও কোনো কুচকাওয়াজ হবে না জানিয়ে নাসিমুল হক স্বরাষ্ট্র উপদেষ্টাকে উদ্ধৃত করে বলেন, 'দেশ বর্তমানে যুদ্ধাবস্থায় রয়েছে এবং সরকার এখন উপভোগ করার মেজাজে নেই।
অপর এক প্রশ্নের জবাবে সচিব নাসিমুল হক বলেন, আসন্ন ছুটিতে চুরি-ছিনতাই রোধে আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি প্রস্তুত থাকবে।
তিনি বলেন, তিনি বলেন, আপনারা কয়েকদিনের মধ্যে দেখেছেন পুলিশ শক্তিশালী হয়েছে।
নাসিমুল হক বলেন, আমরা কাজ করছি এবং কিছু ঝুঁকি থাকলেও, কোনো হুমকি দেখছি না।