জুলাই অভ্যুত্থান মামলায় অভিযুক্ত বরিশাল মেট্রোপলিটন পুলিশের এডিসি রাশেদুল তিনদিন ধরে ‘নিখোঁজ’

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) রাশেদুল ইসলাম তিনদিন ধরে নিখোঁজ। তিনি আত্মগোপনে গেছেন না-কি অন্য কোনো ঘটনা ঘটেছে, সে সম্পর্কে নিশ্চিত তথ্য নেই পুলিশের কাছে।
সূত্র জানায়, রোববার (৯ মার্চ) বিকেলে তিনি নগরীর শীতলাখোলা ট্রাফিক অফিস থেকে বের হন। এরপর তিনি তার বরিশালের বাসায় ফেরেননি এবং বুধবার (১২ মার্চ) পর্যন্ত কর্মস্থলেও আসেননি। তবে তিনি ছুটিও নেননি।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এডিসি রাশেদুল তিনদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত। বিষয়টি পুলিশ হেডকোয়ার্টার্সকে জানানো হয়েছে, এবং তারা প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
উল্লেখ্য, ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর রামপুরায় এক আন্দোলনকারীকে গুলি করার ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি এডিসি রাশেদুল ইসলাম। ২০২৪ সালের সেপ্টেম্বরে তিনি বরিশাল মেট্রোপলিটন পুলিশে যোগ দেন।