বনানীতে দুই পোশাকশ্রমিককে চাপা দেওয়া গাড়ির চালক গ্রেপ্তার

রাজধানীর বনানীতে গতকাল (১০ মার্চ) দুই নারী পোশাক শ্রমিককে চাপা দেওয়া পিকআপ ট্রাকচালক মো. টিটন ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
সোমবার (১০ মার্চ) রাতে তাকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
গতকাল ওই দুই নারী পোশাক শ্রমিককে চাপা দেওয়া গাড়ির রেজিস্ট্রেশনও সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী সাময়িক স্থগিত করেছে পরিবহন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। ঢাকা মেট্রো-২ সার্কেলের (ইকুরিয়া) উপপরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. সানাউল হক স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি জানানো হয়।
গতকাল সকালে কর্মস্থলে যাওয়ার সময় বনানীর চেয়ারম্যানবাড়ি এলাকায় মিনিট্রাকের চাপায় মিনারা আক্তার (১৯) নামের এক পোশাকশ্রমিক নিহত হন। আহত হন সুমাইয়া আক্তার (১৯) নামের আরেক পোশাকশ্রমিক।
এ দুর্ঘটনার জেরে পোশাকশ্রমিকরা সড়কের ইনকামিং এবং আউটগোয়িং উভয় দিকের রাস্তাই বন্ধ করে দেন। এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও যানবাহন চলাচল বন্ধ করে রাখেন তারা। এতে বনানী ও এর আশেপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
প্রায় ৫ ঘণ্টা পর শ্রমিকরা সড়ক ছাড়লে বনানীর রাস্তায় যান চলাচল স্বাভাবিক হয়।