সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ ৯ শিল্প গ্রুপের জব্দ করা বিও হিসাবে ১৯,৬৮০ কোটি টাকা

সাবেক ভূমিমন্ত্রী এম সাইফুজ্জামানসহ ৯টি বৃহৎ শিল্প গ্রুপের জব্দ করা বিও হিসাবে ১৯ কোটি ৬৮০ লাখ টাকা পেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ২০২৫ সালের মধ্যে যে ১১টি অর্থ পাচারের মামলা অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তি করে পাচার হওয়া অর্থ ফেরত আনার উদ্যোগ নিয়েছে,তার মধ্যে সাবেক ভূমিমন্ত্রীসহ ওই ৯ শিল্প গ্রুপ রয়েছে।
আজ সোমবার (১০ মার্চ) ড. ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত 'পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধার, গৃহীত পদক্ষেপ ও চ্যালেঞ্জ' শীর্ষক উচ্চ পর্যায়ের সভায় এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এছাড়া এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের জব্দ করা ব্যাংক হিসাবে ৮৭২ কোটি টাকা অবরুদ্ধ করেছে যৌথ তদন্ত দল।
বিএফআইইউ এসব কেসের বিপরীতে ১ হাজার ৩৭৪টি ব্যাংক হিসাব জব্দ করেছে, যেখানে অর্থের পরিমাণ ৬১৪ কোটি টাকা এবং ১৮৮টি বিও হিসাবে জব্দ করা শেয়ারের মূল্য ১৫ হাজার ৫০০ কোটি টাকা।
বিএফআইইউয়ের তথ্যমতে, ইতোমধ্যে ১০টি কেসের গোয়েন্দা প্রতিবেদন পাওয়া গেছে এবং চারটি মামলা তদন্তাধীন রয়েছে। এতে অভিযুক্ত ৮৪ জনের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের মালিকানাধীন ১ হাজার ৮১৭ কোটি টাকার সম্পদ সংযুক্ত বা অ্যাটাচ করা হয়েছে।
এছাড়াও আদালত ১ হাজার ২৪৬.৭০ লাখ ডলার, ৩৭.৯৭ লাখ পাউন্ড এবং ১১৭.৫ লাখ ইউরো মূল্যের সম্পদ ক্রোকের আদেশ দিয়েছে বলে সভায় জানিয়েছে বিএফআইইউ।