বিজিএমইএর নির্বাচন ২৮ মে

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) ২০২৫-২০২৭ মেয়াদের পরিচালনা পর্ষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।
আজ শনিবার (৮ মার্চ) ঘোষিত তফসিল অনুযায়ী, সংগঠনটির ৩৫টি পরিচালক পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৮ মে।
তফসিল অনুযায়ী, বিজিএমইএ সদস্যদের বকেয়া চাঁদা পরিশোধের সর্বশেষ সময় নির্ধারণ করা হয়েছে ২৯ মার্চ। ভোটার তালিকায় অন্তর্ভুক্তির জন্য সদস্যদের ৬ এপ্রিলের মধ্যে মনোনয়পত্র দাখিল করতে হবে। পরিচালক পদের প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৪ এপ্রিল এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ৬ মে।
বিজিএমইএ নির্বাচন সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য সদস্যদের নির্বাচন পরিচালনা বোর্ডের সচিব ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর পরিচালক মাহমুদুল হাসানের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে বিজিএমইএর বিজ্ঞপ্তিতে।