সাপ্লিমেন্টারি পরীক্ষার দাবিতে ৬ ঘণ্টা বিএমডিসি অবরোধ করে রাখলেন ঢাকা মেডিকেলের শিক্ষার্থীরা

ঢাকা মেডিকেল কলেজের ২০১৮-২০১৯ ব্যাচের শিক্ষার্থীরা সাপ্লিমেন্টারি পরীক্ষার দাবিতে বুধবার (৫ মার্চ) বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন।
বুধবার সকাল ১১টা থেকে সন্ধ্যা পৌনে ৬টা পর্যন্ত বিএমডিসি ভবনের কেউ সেখানে প্রবেশ করতে বা বের হতে পারেনি। ইফতারের আগে পুলিশ গিয়ে বিএমডিসির সবাইকে বাইরে বের করে আনে।
শিক্ষার্থীরা জানান, মেডিকেলে নিয়ম অনুযায়ী প্রত্যেক ব্যাচ দুইবার সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ পায়। তবে ২০১৮-২০১৯ ব্যাচের ক্ষেত্রে তা হয়নি। শুধুমাত্র রেগুলার পরীক্ষা নেওয়া হয়েছে। সাপ্লিমেন্টারি পরীক্ষা না নিলে পরবর্তী ব্যাচের তুলনায় তারা ৬ মাস পিছিয়ে যাবেন।
বুধবার বিকেলে মেডিকেল শিক্ষার্থী মশিউর হোসেন বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "আমরা আমাদের ন্যায্য অধিকার চাইছি। এর আগে দুই দফা সাপ্লিমেন্টারি পরীক্ষার রুটিন প্রকাশ করলেও পরে তা প্রত্যাহার করা হয়।"
তিনি বলেন, "আমাদের এই সাপ্লিমেন্টারি পরীক্ষায় ২০২৩ সালের নভেম্বরে হওয়ার কথা ছিল, এখনো হয়নি, পরীক্ষা না হলে আমরা পরের ব্যাচের তুলনায় পিছিয়ে যাবো। আমরা পরীক্ষার রুটিন চাই।"
এদিকে, বিএমডিসির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার লিয়াকত হোসেন বলেন, "শিক্ষার্থীরা ভুল জায়গায় এসেছেন। পরীক্ষার ইস্যুটা ডিন, মেডিসিন ফ্যাকাল্টি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে। তারাই পরীক্ষা শিডিউল করা, পরীক্ষক নিয়োগ দেওয়া থেকে শুরু করে সব কাজ করেন। পরীক্ষা সম্পর্কিত কোনো কিছুই বিএমডিসির না।"
"ডাক্তাররা যখন প্রফেশনাল পরীক্ষায় পাশ করার পর আমাদের এখানে আসেন, তখন আমরা লাইসেন্স দেই। এই বিষয়টাই তাদের বোঝাতে পারিনি। তারা ভেবেছেন, বিএমডিসি অবরোধ করলে দ্রুত পরীক্ষা দেওয়া যাবে," যোগ ক্রোয়েন তিনি।