জানুয়ারি-সেপ্টেম্বরে ইস্টার্ন ব্যাংকের মুনাফা ২৬ শতাংশ বেড়ে ৫৮৪ কোটি টাকা
চলতি বছরের জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে ইস্টার্ন ব্যাংক পিএলসি-র সমন্বিত নিট মুনাফা ২৬ শতাংশ বেড়ে ৫৮৪ কোটি টাকায় দাঁড়িয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) ব্যাংকের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, এই সময়ে ব্যাংকটির সমন্বিত শেয়াপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৩.৬৬ টাকা।
চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত নিট মুনাফা হয়েছে ২৩৩ কোটি টাকা ও শেয়ারপ্রতি আয় দাঁড়িয়েছে ১.৪৬ টাকা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৬৬ শতাংশ বেশি।
