জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ডাচ-বাংলা ব্যাংকের মুনাফা বেড়েছে ৩৪৭ শতাংশ
চলতি বছরের প্রথম নয় মাসে ডাচ-বাংলা ব্যাংকের গড় মুনাফা দাঁড়িয়েছে ২৫৫.৬৯ কোটি টাকা।
ছবি: সংগৃহীত
চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ডাচ-বাংলা ব্যাংকের গড় মুনাফা ৩৪৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে।
ডাচ-বাংলা ব্যাংক থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, এই প্রান্তিকে গড় মুনাফা ছিল ১৫০ কোটি টাকা, যা আগের বছরের একই প্রান্তিকের তুলনায় অনেক বেশি।
চলতি বছরের প্রথম নয় মাসে ব্যাংকের গড় মুনাফা দাঁড়িয়েছে ২৫৫.৬৯ কোটি টাকা এবং শেয়ার প্রতি আয়ের পরিমাণ (ইপিএস) ছিল ২.৬৫ টাকা।
