দ্বিতীয় প্রান্তিকে বিএটি বাংলাদেশের মুনাফা হ্রাস ৮১%, রাজস্ব ২৩% কমেছে ঢাকা কারখানা বন্ধের কারণে

বিএটি বাংলাদেশ জানিয়েছে, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির নিট মুনাফা গত বছরের একই সময়ের তুলনায় ৮১ শতাংশ কমে গেছে, আর রাজস্ব কমেছে ২৩ শতাংশ।
কোম্পানিটির অনিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী, দ্বিতীয় প্রান্তিক শেষে তাদের মুনাফা দাঁড়িয়েছে ৯৭ কোটি টাকা, যেখানে গত বছর মুনাফা ছিল ৫১২ কোটি টাকা।
চলতি বছর একই সময়ে কোম্পানিটির রাজস্ব ছিল ২ হাজার ২১৩ কোটি টাকা, যা গত বছর ছিল ২ হাজার ৮৯১ কোটি টাকা।
চলতি বছরের প্রথম ছয় মাস শেষে বিএটি বাংলাদেশের মুনাফা দাঁড়িয়েছে ৪১৫ কোটি টাকা এবং শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭.৬৯ টাকা।
কোম্পানিটি জানিয়েছে, উচ্চ মূল্যস্ফীতি ও ঢাকার কারখানা বন্ধ থাকায় রাজস্ব ও মুনাফায় নেতিবাচক প্রভাব পড়েছে।