পাঁচ ক্যাটাগরির করমুক্ত আয়কর সীমা বাড়ানো হয়েছে ২৫ হাজার টাকা
প্রস্তাবিত বাজেটে ব্যক্তি করদাতার করমুক্ত আয়ের সীমা ৩,৫০,০০০ টাকা থেকে বাড়িয়ে ৩,৭৫,০০০ টাকা করা হয়েছে । এর সঙ্গে পাঁচ ক্যাটাগরির ব্যক্তি শ্রেণির করমুক্ত আয়কর সীমা ২৫ হাজার টাকা বাড়ানো হয়েছে।
আজ সোমবার দুপুর ৩টায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বাজেট বক্তব্য দেয়া শুরু করেন। সংসদ না থাকায় এবারের ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেট রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভিসহ অন্যান্য বেসরকারি গণমাধ্যমে একযোগে প্রচার করা হচ্ছে।
মহিলা ও ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের করদাতার ক্ষেত্রে ৪ লাখ টাকা, এটা বাড়িয়ে ৪ লাখ ২৫ হাজার টাকা করা হয়েছে; প্রতিবন্ধী ব্যক্তি করদাতার ক্ষেত্রে ৪ লাখ ৭৫ হাজার টাকা থেকে ৫ লাখ টাকা করা হয়েছে।
বাজেটে গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতার ক্ষেত্রে ৫ লাখ টাকা থেকে ৫ লাখ ২৫ হাজার টাকা করা হয়েছে। এবং তৃতীয় লিঙ্গের করদাতার ক্ষেত্রে করমুক্ত আয়সীমা ৪ লাখ ৭৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫ লাখ টাকা করা হয়েছে।
আর করমুক্ত আয়সীমা অতিক্রম করলে এলাকা নির্বিশেষে সকল স্থানে ন্যূনতম আয়কর হচ্ছে ৫ হাজার টাকা। বিদ্যমান করহার অনুযায়ী, এলাকাভেদে ন্যূনতম করহার হচ্ছে ৩ হাজার থেকে ৫ হাজার টাকা। এবার এটি তুলে দেওয়া হচ্ছে।
এ ছাড়া নতুন করদাতাদের কর প্রদানে উৎসাহিত করতে ন্যূনতম করহার ১ হাজার নির্ধারণ করা হয়েছে।
আগামী তিনটি অর্থবছর (২০২৫-২৬, ২০২৬-২৭ ও ২০২৭-২৮) এ করহার অপরিবর্তিত থাকবে বলে বাজেটে প্রক্ষেপণ করা হয়েছে।
