২০২৫-২৬ অর্থবছরের ৭.৮৯ লাখ কোটি টাকার বাজেট অনুমোদন দিল উপদেষ্টা পরিষদ

প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫–২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকার জাতীয় বাজেট অনুমোদন হয়েছে।
আজ সোমবার (২ জুন) বিকাল ৩টায় এই বাজেট পেশ করার কথা রয়েছে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের। এটি হবে দেশের ৫৪তম জাতীয় বাজেট এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে প্রথম বাজেট।
নতুন বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫ লাখ ৭৪ হাজার কোটি টাকা।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, নতুন বাজেটে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব আয় বাড়ানো এবং সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনার ওপর।
২০২৪–২৫ অর্থবছরের তুলনায় নতুন বাজেটের আকার সামান্য কম।
আওয়ামী লীগ সরকারের সময়ে প্রস্তাবিত আগের বাজেটের আকার ছিল ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা। তবে বছরপূর্তির আগে বাজেট সংশোধনের মাধ্যমে বাস্তবায়নযোগ্য আকার কমিয়ে ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকা করা হয়।