একনেকে ২৪ হাজার ২৪৭ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
পরিকল্পনা কমিশনের এনইসি কনফারেন্স রুমে প্রধান উপদেষ্টা ও একনেকের চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেকের সভায় এ অনুমোদন দেয়া হয়।

প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস আজ (২০ এপ্রিল) ঢাকায় অনুষ্ঠিত একনেক সভায় সভাপতিত্ব করেন। ছবি: পিআইডি
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) আজ ২৪ হাজার ২৪৭ কোটি টাকা ব্যয়ে ১৬টি প্রকল্প অনুমোদন করেছে।
এর মধ্যে সরকারি অর্থায়ন ৩ হাজার ১৩৪ কোটি টাকা, প্রকল্প ঋণ ১৬ হাজার ৭১৯ কোটি টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন ৪ হাজার ৪২৬ কোটি ১৭ লাখ টাকা।
পরিকল্পনা কমিশনের এনইসি কনফারেন্স রুমে প্রধান উপদেষ্টা ও একনেকের চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেকের সভায় এ অনুমোদন দেয়া হয়।
সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।