বাংলাদেশের অর্থনীতি আইএমএফের দৃষ্টিতে স্থিতিশীল এবং সঠিক পথে রয়েছে: অর্থ উপদেষ্টা

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে চলমান আলোচনা প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, রাজস্ব সংগ্রহ, খেলাপি ঋণ আদায় এবং বিনিময় হার বাজারে ছেড়ে দেওয়ার মতো নানা ক্ষেত্রে বাংলাদেশ ইতোমধ্যে 'গুড ইনটেনশন' বা সদিচ্ছার প্রমাণ দিয়েছে। এখন আইএমএফ কী করে, সেটাই দেখার বিষয়।
রোববার সকালে সচিবালয়ে ঢাকা সফররত আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
অর্থ উপদেষ্টা বলেন, আইএমএফ টাকা দেবে কি না, সেটা তাদের ব্যাপার। তবে আমরা আমাদের যা করণীয়, তা করছি।
তিনি জানান, বৈঠকে আইএমএফ বাংলাদেশের রাজস্ব আদায়ের হার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলছে, দেশে লাখ লাখ মানুষ আয়কর রিটার্ন দিচ্ছে শূন্য দেখিয়ে। বর্তমানে বাংলাদেশের ট্যাক্স-জিডিপি অনুপাত মাত্র ৭ দশমিক ৫ শতাংশ, যেখানে নেপালের ১২ থেকে ১৩ শতাংশ এবং ভারতের ১৭ থেকে ১৮ শতাংশ। এই বাস্তবতা ব্যাখ্যা করে আইএমএফকে জানানো হয়েছে, এই পরিস্থিতির উন্নয়নে সরকার কাজ করছে।
এছাড়া খেলাপি ঋণ আদায় এবং একক বিনিময় হার বাস্তবায়ন নিয়েও সংস্থাটির উদ্বেগ রয়েছে বলে জানান তিনি।
এক প্রশ্নের জবাবে ড. সালেহ উদ্দিন বলেন, বাংলাদেশের অর্থনীতি আইএমএফের দৃষ্টিতে স্থিতিশীল এবং সঠিক পথে রয়েছে। তবে সংস্থাটি বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধির প্রয়োজনীয়তা, বিনিময় হার স্থিতিশীল রাখা এবং বাজেট ঘাটতি কমানোর বিষয়ে গুরুত্ব দিয়েছে।
তিনি আরও বলেন, এসব বিষয় নিয়ে জাতীয় রাজস্ব বোর্ড ও বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএমএফের পৃথক আলোচনা হবে। এরপর আগামী ১৯ এপ্রিল তিনি ওয়াশিংটনে আইএমএফের বসন্ত সভায় অংশ নেবেন, যেখানে এসব বিষয় আরও বিস্তারিতভাবে আলোচিত হবে।
আইএমএফের ঋণের পরের কিস্তি বিষয়ে কোনো কথা হয়েছে কিনা জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, 'আমাদের গুড ইনটেনশন তাদেরকে দেখিয়েছি। এখন আইএমএফ দেখাক। তবে আমরা আশাবাদী জুনে পরবর্তী কিস্তির ছাড় হবে।'