১০ এপ্রিল থেকে বন্ধ হচ্ছে ২৮ দিন মেয়াদি রেপো সুবিধা

আগামী ১০ এপ্রিল থেকে ২৮ দিন মেয়াদি রেপোর মাধ্যমে ব্যাংকগুলোর ধার নেওয়ার সুবিধা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ফলে এখন থেকে ব্যাংকগুলো শুধুমাত্র ৭ ও ১৪ দিন মেয়াদে বাংলাদেশ ব্যাংক থেকে ধার নিতে পারবে।
আজ সোমবার (২৪ মার্চ) বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এক সার্কুলার জারির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের একজন নীতিনির্ধারণী কর্মকর্তা জানিয়েছেন, 'আন্তর্জাতিক মুদ্রা তহবিল- আইএমএফ এর ঋণ পেতে আমাদের কিছু শর্ত মানতে হবে। এর মধ্যে অন্যতম একটি শর্ত ছিল রেপোর টুলগুলো কমিয়ে আনা। আমরা দেখেছি, অনেক ব্যাংক কলমানি মার্কেট থেকে টাকা ধার না করে— কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা ধার করছে। এতে করে কেন্দ্রীয় ব্যাংকের ওপর অতি-নির্ভরতার কারণে, ব্যাংকগুলোর নিজেদের সক্ষমতা গড়ে উঠছে না।'
তিনি আরও বলেন, 'একইসঙ্গে আমরা দেখছি, অনেক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক থেকে ১৪ ও ২৮ দিনের রেপোর মাধ্যমে কম সুদে টাকা ধার নিয়ে সরকারের ট্রেজারি বিল ও বন্ডে উচ্চ সুদে বিনিয়োগ করে এক্সট্রা ইনকাম করছে। আমরা এই সুযোগটাও বন্ধ করতে চাচ্ছি। এসব কারণে আমরা ৭ দিন মেয়াদি রেপো ছাড়া অন্য দুই মেয়াদি রেপো বন্ধ করে দিতে চাচ্ছি। এ সিদ্ধান্তের প্রথম ধাপ হিসেবে ২৮ দিনের রেপো বন্ধ করা হয়েছে। ইন্টারেস্ট রেট করিডর অনুযায়ী, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জন্য পরিচালিত খোলাবাজার কার্যক্রম বা ওপেন মার্কেট অপারেশনস আরও বেশি কার্যকর করার লক্ষ্যে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।'
বাণিজ্যিক ব্যাংকের জন্য আগে প্রতিদিন রেপো নেওয়ার সুযোগ ছিল। কিন্তু, আইএমএফ এর ঋণ কর্মসূচির শর্ত হিসেবে এই দৈনিক সুবিধা বন্ধ করে দেয় বাংলাদেশ ব্যাংক। গত ১ জুলাই কেন্দ্রীয় ব্যাংক জানায়, এখন থেকে প্রতি সপ্তাহের সোম ও বুধবার রেপো সুবিধার মাধ্যমে ব্যাংকগুলোকে টাকা দেওয়া হবে। অর্থাৎ তখন থেকে প্রতিদিন নিলাম আয়োজনের সুবিধা বন্ধ করা হয়।
পরবর্তীকালে, নভেম্বর মাস থেকে বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য রেপোর মাধ্যমে স্বল্প মেয়াদে টাকা ধার করার সুযোগ আরও কমিয়ে সপ্তাহে একদিন করা হয়। বর্তমানে ব্যাংকগুলো প্রতি সপ্তাহে মঙ্গলবার রেপোর মাধ্যমে ধার নিতে পারে।
ব্যাংকগুলোর পক্ষ থেকে ইন্ট্রা-ডে রেপো (মাত্র কয়েক ঘণ্টার জন্য অর্ধ ধার) চালু করার প্রস্তাব কেন্দ্রীয় ব্যাংকে করা হয়েছে মন্তব্য করে একটি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বলেন, 'আমরা এখন কোনো মেয়াদে রেপো নিলে— সেটা মেয়াদপূর্তির দিন সকালেই আমাদের একাউন্ট থেকে কেটে নেওয়া হয়। অন্যদিকে, নতুন রেপোর টাকা আমাদের একাউন্টে ক্রেডিট হয় বিকেলের দিকে। ফলে দিনভর আমাদের লিকুইডিটি ম্যানেজমেন্ট করতে সমস্যায় পড়তে হয়। এজন্য আমরা কেন্দ্রীয় ব্যাংকের কাছে ইন্ট্রা-ডে রেপো চালু করার আবেদন করেছি। যাতে, ব্যাংকগুলোর তারল্য ব্যবস্থাপনা আরো ভালো হয়। তবে কেন্দ্রীয় ব্যাংক এখন পর্যন্ত এবিষয়ে কোনো মন্তব্য আমাদের জানায়নি।'