জুলাই-ফেব্রুয়ারিতে রাজস্ব আদায় বাড়লেও লক্ষ্যমাত্রার চেয়ে ঘাটতি ৫৮ হাজার কোটি টাকা

সাম্প্রতিক মাসগুলোতে রাজস্ব আদায়ে গতি ফিরছে। এর ফলে চলতি অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আট মাসে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব আদায় আগের অর্থবছরের একই সময়ের চেয়ে প্রায় ২ শতাংশ বেড়েছে।
অবশ্য তা স্বত্বেও গত আট মাসে ২.৮০ লাখ কোটি টাকার লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব আদায় কম হয়েছে ৫৮ হাজার কোটি টাকার বেশি।
এনবিআরের তথ্য অনুযায়ী, জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত রাজস্ব আদায় হয়েছে ২ লাখ ২১ হাজার ৮১৭ টাকা। আর এর আগের অর্থবছরের একই সময়ে রাজস্ব আদায় হয়েছিল ২ লাখ ১৭ হাজার ৯৭১ কোাটি টাকা। অর্থাৎ আলোচ্য সময়ে প্রায় ৪ হাজার কোটি টাকার বাড়তি রাজস্ব আদায় হয়েছে।
এনবিআরের তথ্য বলছে, ডিসেম্বর থেকে টানা তিন মাস রাজস্ব আদায়ে ইতিবাচক প্রবৃদ্ধি দেখা যাচ্ছে।
এদিকে রাজস্ব আদায়ে মাঠ পর্যায়ের পরিস্থিতি জানতে রোববার (২৩ মার্চ) এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান আয়কর বিভাগের কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেছেন। সভায় আয়কর আদায় বাড়াতে কর জাল সম্প্রসারণের নির্দেশ দেওয়া হয়েছে।
সভায় উপস্থিত একজন কমিশনার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল আর ইনকাম ট্যাক্স ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন কমিশনারেটের বাইরেও সব আয়কর কমিশনারেটে আলাদা গোয়েন্দা ইউনিট তৈরি করার নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে আয়কর ফাঁকিবাজদের বিষয়ে তথ্য পাওয়া যায়।'
'এর ভিত্তিতে অভিযান চালানোর মাধ্যকে করফাঁকি কমিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে,' বলেন তিনি।
এনবিআরের তথ্য অনুসারে, ফেব্রুয়ারি মাসে রাজস্ব আদায় বেড়েছে প্রায় ১ শতাংশ, যা এর আগের মাস জানুয়ারিতে ছিল প্রায় ৭ শতাংশ।
তবে একজন কর্মকর্তা বলেন, 'লক্ষ্যমত্রার তুলনায় রাজস্ব আদায়ে বড় গ্যাপ দেখা যাওয়ার মূল কারণ হলো ঢালাওভাবে রাজস্বের লক্ষ্যমাত্রা ঠিক করে দেওয়া হয়েছিল বিগত সরকারের সময়ে। এনবিআরের সক্ষমতা বা অর্থনীতির বাস্তবতা বিচেনায় ওই লক্ষ্যমাত্রা নেওয়া হয়নি।'
এর আগে গত শনিবারও ইকোনমিক রিপোর্টার্স ফোরামের এক সভায় এনবিআর চেয়ারম্যান বলেছিলেন, কোনো ধরণের গবেষণা ছাড়াই রাজস্বের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।
এনবিআরের তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারিতে আমদানি কর ও মূল্য সংযোজন কর (ভ্যাট) আদায় কমেছে যথাক্রমে ৫.২৩ শতাংশ ও ০.১৩ শতাংশ। অন্যদিকে আয়কর আদায় বেড়েছে যথাক্রমে ৭.৭৮ শতাংশ।
অন্যাদিকে গত আট মাসে আমদানি কর আদায় কমেছে ১.৩০ শতাংশ। একই সময়ে ভ্যাট ও আয়কর আদায় বেড়েছে যথাক্রমে ২.২১ শতাংশ ও ৪.০৯ শতাংশ।