আবরার হত্যায় মৃত্যুদণ্ড পাওয়া আসামি জেমি জেল থেকে পালিয়েছেন
বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার দায়ে ফাঁসির মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমির কারাগারের কনডেম সেল থেকে পালিয়ে যাওয়ার ঘটনায় অবশেষে মুখ খুলেছে কারা কর্তৃপক্ষ। ২৪ ফেব্রুয়ারি রাতে কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক মো. জান্নাত-উল-ফরহাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য জানায় কারা অধিদপ্তর।