'সেই ম্যাজিক আর হবে না', নিজের সিনেমার রিমেক চান না কাজল

বলিউডের শাহরুখ-কাজল জুটি বলতেই একটা শব্দ মনে আসে, আর সেটা হল 'ম্যাজিক'। 'কুছ কুছ হোতা হ্যায়' বলুন বা 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে'- এই জুটির রসায়নে পর্দায় বারবার ম্যাজিক তৈরি হয়েছে।
১৯৯৫ সালে মুক্তি পায় দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে। তখন থেকেই এটি বলিউড প্রেমীদের কাছে আইকনিক ছবি হয়ে থেকে গেছে। আদিত্য চোপড়া পরিচালিত এই ছবি মারাঠা মন্দিরে দীর্ঘ ২৮ বছর ধরে চলেছে। এমনকি গত ভ্যালেন্টাইন উইকে একাধিক হলে এটি পুনরায় মুক্তি পেয়েছিল। শাহরুখ-কাজলের সেই দুর্দান্ত কেমিস্ট্রিতে নতুন করে ভেসেছেন অনেকেই। তবে এখন শোনা যাচ্ছে এই ছবির নাকি রিমেক হবে! এবার সেই বিষয়ে নিজের মতামত জানালেন কাজল। বললেন, 'না, সেই ম্যাজিক আর তৈরি হবে না।'

ভারতীয় একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে ছবিটিকে পুনরায় বানালে সেটা হতাশা ছাড়া হয়তো কিছুই দেবে না, কারণ আসল ছবির সঙ্গে তুলনা আসবেই।
আসলে বলিপাড়ার হাওয়ায় শোনা যাচ্ছে, আদিত্য চোপড়া নাকি এই ছবি প্রযোজনা করতে চলেছেন। আর শাহরুখের জায়গায় নতুন ছবিতে নাকি বিজয় দেবেরাকোন্ডাকে দেখা যেতে চলেছে। যদিও এই বিষয়ে যখন যশ রাজ ফিল্মসকে প্রশ্ন করা হয় তারা এই গুজবকে নস্যাৎ করে দেন। এখন সেই একই কথা শোনা গেল এই আইকনিক ছবির অভিনেত্রীর মুখেও।
কাজল এই ছবির রিমেকে বিষয়ে বলেন, 'আমার ব্যক্তিগত মতামত হলো, দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গের মতো ছবিগুলো আবার তৈরি না করাই ভালো। একই মত কাভি খুশি কাভি গাম ছবিটা নিয়েও। আমার মনে হয় সেই ম্যাজিকগুলো একবারই তৈরি হয়েছিল। যদি সেটাকে কেউ আবার করে তৈরি করতে চায়, তাহলে সেই এক অনুভূতি হয়তো আর আসবে না।'

তিনি এই প্রসঙ্গে আরও বলেন, 'যত ভালো করেই ছবিটি বানানো হোক না কেন এই ছবিগুলো তৈরি করলে হতাশা ছাড়া আর কিছুই মিলবে না। কারণ সেই ম্যাজিক তৈরি হবে না যেটা আগের ছবিগুলোতে হয়েছিল। প্রথমবারের সেই ম্যাজিক দ্বিতীয়বার আসে না। আর সেই ম্যাজিককে রিপ্লেস করা যায় না।'
সম্প্রতি অভিনেত্রীকে যশ চোপড়ার জীবনের উপর নির্মিত নেটফ্লিক্স সিরিজ 'দ্য রোম্যান্টিক্সে' দেখা গেছে। তিনি সর্বশেষ 'সালাম ভেঙ্কি' ছবিতে ওভিনয় করেছেন।