‘২০ বছর বিলম্বে’ স্প্যানিশ অ্যালবাম করছেন ক্রিস্টিনা আগুইলেরা
আরেকটি স্প্যানিশ অ্যালবামের কাজ করছেন বলে নিজ অনুরাগীদের কথা দিয়েছেন আমেরিকান গায়িকা ক্রিস্টিনা আগুইলেরা। ৪০ বছর বয়সী এই গায়িকা স্বীকার করেন, অ্যালবামটি 'প্রায় ২০ বছর ধরেই' তার কাছে 'পাওনা' হয়ে রয়েছে।
হিপ-হপ/র্যাপ ধারার তুমুল জনপ্রিয় গান 'ডার্টি'খ্যাত এই গায়িকা এখন নতুন দুটি মিউজিক্যাল প্রজেক্ট গোছানোর কাজে ব্যস্ত। এরমধ্যে একটি ইংরেজি ও আরেকটি স্প্যানিশ।
নিজের নতুন গানগুলো নিয়ে ক্রিস্টিনা যদিও বেশ উচ্ছ্বসিত, তবু যথাযোগ্য সময় হওয়ার আগে সেগুলো প্রকাশ করতে নারাজ।

'এ ধরনের কোনো ঘোষণা দেওয়ার জন্য আমাকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। এখন আমি ইংরেজি অ্যালবামের রেকর্ডিংয়ে ব্যস্ত। এরপর স্প্যানিশ অ্যালবামটির রেকর্ডিং করব। আমার ধারণা, ২০ বছর ধরেই এটি আমার কাছে অনুরাগীদের পাওনা হয়ে রয়েছে,' যুক্তরাষ্ট্রের হেলথ ম্যাগাজিনকে বলেন তিনি।
ক্রিস্টিনা আরও বলেন, 'আমি একজন পারফেকশনিস্ট। সব কাজেই নিজের সেরাটা দিতে চাই।'

তার সর্বশেষ অ্যালবাম 'লিবারেশন' প্রকাশ পায় ২০১৮ সালে। স্প্যানিশ ভাষায় তার এখন পর্যন্ত একমাত্র অ্যালবাম 'মি রিফ্লেয়ো' [ইংরেজিতে, 'মাই রিফ্লেকশন'] প্রকাশ পেয়েছিল ২০০০ সালে।
-
সূত্র: কাভার মিডিয়া