মৃত্যুর ৫ বছর পর মুক্তি পাচ্ছে প্রিন্সের অপ্রকাশিত পূর্ণাঙ্গ অ্যালবাম!
২০১০ সালেই মুক্তি পাওয়ার কথা ছিল অ্যালবামটির। অনিবার্য কারণে দীর্ঘ এক দশক পড়ে ছিল। এরই মাঝে গায়ক প্রয়াত হয়েছেন বছর পাঁচেক আগে।
অবশেষে এই গ্রীষ্মে মুক্তি পেতে যাচ্ছে আমেরিকান কিংবদন্তি মিউজিশিয়ান প্রিন্সের সেই অ্যালবাম। প্রয়াত এ গায়কের এস্টেটের পক্ষ থেকে ইউটিউবে এমন ঘোষণা দেওয়া হয়।

১২টি ট্র্যাকের এই অ্যালবামের শিরোনাম, 'ওয়েলকাম টু আমেরিকা'। আগামী ৩০ জুলাই এটি প্রকাশ পাওয়ার কথা।
প্রিন্সের মৃত্যুর পর তার এস্টেট গত ৫ বছরে বেশকিছু সংকলন প্রকাশ করেছে এবং তার সংগীত আর্কাইভ থেকে কিছু মিউজিক পুনঃমুক্তি দিয়েছে। তবে 'ওয়েলকাম ২ আমেরিকা'ই হতে যাচ্ছে মৃত্যু পরবর্তীকালে প্রিন্সের প্রকাশ পেতে যাওয়া প্রথম কোনো পূর্ণাঙ্গ অ্যালবাম।
২০১০ সালের 'ওয়েলকাম ২ আমেরিকা' টুরের আগেই এই অ্যালবামের মিউজিক ও রেকর্ড করেছিলেন প্রিন্স। তবে গানগুলো কোথাও কখনো প্রকাশ পায়নি।
- সূত্র: বিজনেস ইনসাইডার