সিলেট-সুনামগঞ্জে ৪০ লাখের বেশি মানুষ পানিবন্দি

ভারি বর্ষণ ও ভারত থেকে অব্যাহত পানি আসতে থাকায় সুনামগঞ্জ ও সিলেটের ৪০ লাখের বেশি মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
অব্যাহত বৃষ্টি ও ঢলে তলিয়ে গেছে এই দুই জেলার প্রায় ৯০ ভাগ এলাকা।
সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এসব তথ্য জানান।
তিনি বলেন, বন্যার পাশাপাশি বিদ্যুৎহীনতা ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন হওয়ায় মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। এতে উদ্ধার কার্যক্রমও ব্যহত হচ্ছে।
তবে প্রশাসন বানভাসী মানুষের সহায়তায় সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

শুক্রবার থেকে সিলেটে এবং শনিবার থেকে সুনামগঞ্জে বানভাসী মানুষদের উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী। শনিবার থেকে তাদের সাথে যোগ দিয়েছে নৌবাহিনীও।
সেনাবাহিনীর এরিয়া কমান্ডার মেজর জেনারেল হামিদুল হক জানান, সেনাবাহিনীর ১৭টি ব্যাটেলিয়ান বিভিন্ন উপদলে বিভক্ত হয়ে সিলেট ও সুনামগঞ্জে উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
"একটি প্যারা কমান্ড দলও এই কাজে যুক্ত হয়েছে", বলেন তিনি।
এদিকে বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে আজ দুপুরে সিলেট আসার কথা রয়েছে সেনাপ্রধান এসএম শফিউদ্দিন আহমেদের।
পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সুরমা নদীর পানি সিলেট পয়েন্টে কিছুটা কমেছে। তবে বেড়েছে কানাইঘাটে। অন্য নদীগুলোর পানি বৃদ্ধিও অব্যাহত আছে।
প্রায় দশদিন পর রোববার সিলেটে বৃষ্টি থেমেছে। আকাশ মেঘলা থাকলেও এখন পর্যন্ত বৃষ্টি হয়নি। সিলেট নগরের পানি কিছুটা কমেছেও।