পিআইবি অফিসার্স অ্যাসোসিয়েশন পুনর্গঠিত

শাহ শেখ মজলিশ ফুয়াদকে আহ্বায়ক এবং পারভীন সুলতানা রাব্বীকে সদস্যসচিব করে ৭ সদস্যের প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) অফিসার্স অ্যাসোসিয়েশন পুনর্গঠন করা হয়েছে।
সোমবার (৩০ মে) দুপুরে পিআইবির কর্মকর্তাদের উপস্থিতিতে এ কমিটি পুনর্গঠন করার কথা এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন- মো. মিজানুর রহমান, শাহেলা আক্তার, মো. নাসির উদ্দিন চৌধুরী, সরদার মো. রেজাউল করিম ও কামরুন্নাহার শিলা।
পিআইবির কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সৌহার্দ বৃদ্ধি, নিজেদের পেশাগত মানোন্নয়ন, পাঠচক্র পরিচালনা, পিআইবি আইন-২০০৮ অনুযায়ী যুগোপযোগী প্রবিধানমালা তৈরি, আধুনিক সাংগঠনিক কাঠামোর সহযোগিতা করাসহ নানা কল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করবে এই কমিটি।
উল্লেখ্য, প্রায় এক দশক নিষ্ক্রীয় থাকার পর সংগঠনটি পূনর্গঠন করা হলো। শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।