২৬ ফেব্রুয়ারি থেকে বন্ধ হয়ে যাচ্ছে প্রথম ডোজের টিকা

আগামী ২৬ ফেব্রুয়ারি করোনার প্রথম ডোজ টিকা প্রয়োগ কার্যক্রম শেষ হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম জানান, শেষদিনে সর্বোচ্চ সংখ্যক ডোজ দেওয়া পরিকল্পনা করছেন তারা।
এরপর দ্বিতীয় ডোজ ও বুস্টার ডোজ প্রদানের কার্যক্রম আরও জোরদার করা হবে বলেও উল্লেখ করেন তিনি।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) পর্যন্ত বাংলাদেশে ১০ কোটি ৬৭ লাখেরও বেশি মানুষ করোনার প্রথম ডোজ টিকা নিয়েছেন। ৭ কোটি ২৮ লাখ মানুষ নিয়েছেন দুই ডোজ টিকা। আর ২৫ লাখ মানুষ বুস্টার ডোজও নিয়েছেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বৈশ্বিক মান অনুসারে, একটি দেশের জনসংখ্যার কমপক্ষে ৭০ শতাংশের টিকা নেওয়া উচিত।
ডিজিএইচএস ওয়েবসাইট অনুসারে, এদেশে ডব্লিউএইচওর নির্ধারিত জনসংখ্যার ৮৪ দশমিক ৪০ শতাংশ ইতোমধ্যে প্রথম ডোজ টিকা পেয়েছেন।
আর মোট জনসংখ্যার ৫৯ দশমিক ১১ শতাংশ এখন পর্যন্ত টিকার একটি ডোজ পেয়েছেন। ৫৮ দশমিক ৯৫ শতাংশ পেয়েছেন টিকার দুই ডোজই। জনসংখ্যার ৩ দশমিক ৭০ শতাংশ বুস্টার ডোজ পেয়েছেন।
২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোভিড-১৯ টিকাদান কর্মসূচির উদ্বোধন করার পর ২৮ জানুয়ারি ঢাকার পাঁচটি সরকারি হাসপাতালে প্রথম টিকা কার্যক্রম শুরু করে।