বসুন্ধরায় ছিনতাইয়ের সন্দেহে দুই বিদেশিকে মারধর

রাজধানীতে ছিনতাইয়ের সন্দেহে উত্তেজিত জনতা দুই বিদেশি নাগরিককে মারধর করেছেন। ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (৪ মার্চ) দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে বসুন্ধরা আবাসিক এলাকার গেটে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, মারধরের শিকার দুই ব্যক্তি ইরানের নাগরিক।
পুলিশের তথ্য অনুযায়ী, বিকেলে বসুন্ধরার একটি বেসরকারি ব্যাংক থেকে এক ব্যক্তি প্রায় দুই লাখ টাকা তোলেন। পরে আরেক ব্যক্তি ওই দুই বিদেশিকে ছিনতাইকারী সন্দেহ করে চিৎকার শুরু করলে স্থানীয়রা তাদের ওপর হামলা চালান।
ওসি মাজহারুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, ছিনতাইয়ের জন্য 'শয়তানের নিঃশ্বাস' নামে পরিচিত স্কোপোলামাইন ড্রাগ ব্যবহার করা হয়েছিল বলে সন্দেহ করা হচ্ছে।
'আমরা জেনেছি, জনৈক ব্যক্তি দেখেছেন — ড্রাগ ব্যবহার করে ওই দুই বিদেশি ব্যাংক থেকে টাকা তোলার ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়ার চেষ্টা করছেন,' বলেন তিনি।
স্কোপোলামাইন মানুষের প্রতিরোধক্ষমতা দুর্বল করে দেয়। রাজধানী ঢাকায় এ ড্রাগটি ছিনতাইয়ের কাজে ব্যবহৃত হয় বলে অভিযোগ রয়েছে।
ওসি আরও জানান, 'তাদের চ্যালেঞ্জ করা হলে দুই বিদেশি দ্রুত গাড়িতে উঠে পালানোর চেষ্টা করেন। এ সময় লোকটি চিৎকার করলে স্থানীয়রা গাড়িটিকে ধাওয়া করে।'
পরে উত্তেজিত জনতা গাড়ি ভাঙচুর করে এবং দুই বিদেশিকে মারধর করেন। ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
পুলিশ জানায়, আহত অবস্থায় ওই দুই বিদেশিকে হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।