১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমল ২৮ টাকা

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম মার্চ মাসের জন্য ২৮ টাকা কমিয়ে ১ হাজার ৪৫০ টাকা করা হয়েছে। আগের মাসে এ দাম ছিল ১ হাজার ৪৭৮ টাকা।
আজ সোমবার (৩ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বিইআরসি জানিয়েছে, নতুন দাম অনুযায়ী প্রতি কেজি এলপি গ্যাসের দাম ১২৩ টাকা ১৬ পয়সা থেকে ২ টাকা ৩৫ পয়সা কমিয়ে ১২০ টাকা ৮১ পয়সা করা হয়েছে।
আরও জানিয়েছে, অন্যান্য আকারের সাড়ে পাঁচ কেজি থেকে ৪৫ কেজি পর্যন্ত এলপিজি সিলিন্ডারের দামও একই হারে কমবে।
বিইআরসি জানায়, প্রতি লিটার অটো গ্যাসের (মোটরযানে ব্যবহৃত এলপিজি) দাম ৬৭ টাকা ৭৮ পয়সা থেকে কমিয়ে ৬৬ টাকা ৪৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।
তবে রাষ্ট্রীয় মালিকানাধীন এলপি গ্যাস কোম্পানির বাজারজাত করা এলপিজির দাম বাড়বে না। কারণ এটি স্থানীয়ভাবে ৫ শতাংশের কম বাজার শেয়ার নিয়ে উৎপাদিত হয়।
২০২৩ সালের ফেব্রুয়ারিতে স্থানীয় বাজারে এলপিজির সর্বোচ্চ দাম ছিল ১ হাজার ৪৯৮ টাকা (প্রতি ১২ কেজি সিলিন্ডার)।