এনসিপির সমাবেশে যোগ দিতে পিরোজপুরে বাস রিকুইজিশনে সরকারের কোনো ভূমিকা নেই: প্রেস সচিব

ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে যোগ দিতে পিরোজপুরে সরকারি বাস রিকুাজিশনের ব্যাপারে সরকারের কোনো ভূমিকা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি বলেন, 'ছাত্রদের রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিতে লোকজনকে ঢাকায় আনতে পিরোজপুর থেকে পাঁচটি বাস রিকুইজিশনে সরকারের কোনো ভূমিকা নেই।'
আজ শনিবার (১ মার্চ) ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
এসময় শফিকুল আলম বলেন, 'বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী পিরোজপুরের নেতৃবৃন্দ ও দুই শহীদ পরিবারের সদস্য পিরোজপুরের ডিসির কাছে পাঁচটি বাসের রিকুইজিশন দেন। তাদের চাপাচাপিতে পাঁচটি বাস দেওয়া হয় তবে এক্ষেত্রে সরকারের কোনো ভূমিকা নেই।'
প্রেস সচিব বলেন, 'তারা যে পাঁচটি বাস ঢাকায় নিয়ে এসেছেন তার জন্য পেট্রোল খরচ নিজেরাই বহন করেছেন।'
তিনি বলেন, 'পিরোজপুরের পাঁচটি বাস রিকুইজেশন করা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ আসছে যে পিরোজপুরের ডিসি অফিস এই কাজে সহায়তা করেছে। এর কিছু অভিযোগ আমাদের উদ্দেশ্যেও এসেছে যে হয়ত অন্তর্বর্তী সরকার এই বাসগুলো রিকুইজেশন করার ক্ষেত্রে সহযোগিতা করেছে। আমি এখানে দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, অন্তর্বর্তী সরকারের এখানে কোনো ভূমিকা নেই।'
তিনি আরও বলেন, 'অন্তর্বর্তী সরকার মনে করে সব রাজনৈতিক দলের জন্য এই সরকার লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করছে, যাতে সুন্দর একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে সব দল অংশ্রগ্রহণ করতে পারে। এটা হচ্ছে আমাদের মূল দায়িত্ব। সব রাজনৈতিক দলের কাছে আমরা সমান। সেই জায়গা থেকে যা বলা হচ্ছে, সেটা বেশিরভাগ ক্ষেত্রেই অতিরঞ্জিত বলে আমরা মনে করি।'