উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করলেন নাহিদ, নেতৃত্ব দেবেন নতুন দলের

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন বলে জানিয়েছে সূত্র।
সূত্রমতে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আগামী ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করতে যাওয়া শিক্ষার্থীদের নতুন দলের আহ্বায়কের দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি।
আজ দুপুরে (২৫ ফেব্রুয়ারি) দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে নাহিদও তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, 'আমি পদত্যাগপত্র জমা দিয়েছি, সব কমিটি থেকে ইস্তফা দিয়েছি।'
'নতুন যে রাজনৈতিক শক্তি ও দল গঠন হচ্ছে, সেখানে অংশ নেওয়ার অভিপ্রায় আছে। সেজন্য জনগণকে সংগঠিত করার লক্ষ্যেই আমি পদত্যাগ করেছি,' বলেন তিনি।
তিনি আরও বলেন, 'দুপুর ১টায় উপদেষ্টা পরিষদের একটা অনানুষ্ঠানিক বৈঠক ছিলো। সেখানে আমি প্রধান উপদেষ্টা পরিষদের নিকট উপদেষ্টা হিসেবে পদত্যাগপত্র জমা দিয়েছি।'
নাহিদ ইসলাম বলেন, 'গণ-অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে ছাত্র উপদেষ্টা হিসেবে আমরা তিনজন উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করি। আমরা হয়তো আশানুরূপ ফলাফল পায়নি, কিন্তু স্ট্যাবিলিটি এসেছে।
'দেশের যে পরিস্থিতি, তাতে একটি রাজনৈতিক শক্তির উত্থান হওয়া প্রয়োজন। গণঅভ্যুত্থানকে সংহত করতে আমি রাজপথে থাকার জন্য পদত্যাগ করেছি। দুটি মন্ত্রণালয়ের বাইরেও অতিরিক্ত দায়িত্ব পালন করতে হয়েছে। ৬ মাস খুব কম সময়, তার ফলাফল জনগণ মূল্যায়ন করবে।'
তিনি আরও বলেন, 'আমার পরে কে দায়িত্ব নেবেন, এটা ক্যাবিনেট ঠিক করবে।'

অন্তর্বর্তী সরকারের কিছু সীমাবদ্ধতা ছিল, তা স্বীকার করে নিয়ে নাহিদ বলেন, 'আমাদের তো অনেক সীমাবদ্ধতা ছিলই। আমলাতান্ত্রিক জটিলতা ছিলো, পুলিশের আত্মবিশ্বাসের ঘাটতি ছিল। গণহত্যাকারীদের গ্রেপ্তারের বিষয়েও ঘাটতি ছিল।'
নাহিদ এর আগে ইঙ্গিত দিয়েছিলেন, যদি তিনি মনে করেন যে সরকারে কাজ করার চেয়ে জনগণের সঙ্গে সরাসরি কাজ করা বেশি গুরুত্বপূর্ণ, তাহলে তিনি উপদেষ্টা পদ থেকে ইস্তফা দিয়ে নতুন রাজনৈতিক দলে যোগ দিতে পারেন।
গত ১৫ ফেব্রুয়ারি একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে নাহিদ বলেন, 'নতুন রাজনৈতিক দল গঠনের বিষয়ে আলোচনা চলছে। কেউ যদি যোগ দিতে চান, তবে সরকারি ভূমিকা ধরে রেখে তা সম্ভব নয়।'
এর আগে গতকাল এক সংবাদ সম্মেলনে সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম জানান, আগামী ২৮ ফেব্রুয়ারি শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছে।

সারজিস আলম বলেন, আগামী ২৮ ফেব্রুয়ারি বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি ঐক্যবদ্ধভাবে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করবে।
তিনি বলেন, জাতির আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে জাতীয় সংসদ ভবনের সামনে আমরা শপথ নেব। কারণ বিগত ৫৪ বছর ধরে জাতীয় সংসদকে স্বৈরাচারের উৎপাদন ক্ষেত্র এবং দলীয় নীতিনির্ধারণের জায়গা বানানো হয়েছিল।