ব্রাহ্মণবাড়িয়ায় সমাবেশে ‘ভুয়া ভুয়া’ স্লোগান শুনে বিএনপি নেতা বললেন, ‘আমি কি এতই পঁচে গেছি?’

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির সমাবেশে দলটির আহ্বায়ক কমিটির সদস্য কবির আহমেদ ভূঁইয়ার নামে 'ভুয়া ভুয়া' স্লোগান দিয়েছেন একদল নেতা-কর্মী। এতে সমাবেশস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে জেলা শহরের পৌর মুক্তমঞ্চে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে আয়োজিত বিএনপির সমাবেশে এ পরিস্থিতির সৃষ্টি হয়।
বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, জেলা বিএনপি দুইভাগে বিভক্ত হয়ে পড়েছে। একপক্ষের নেতৃত্বে কেন্দ্রীয় বিএনপির অর্থনীতি বিষয়ক সম্পাদক খালেদ হোসেন মাহবুব শ্যামল এবং অন্যটির নেতৃত্বে কবির আহমেদ ভূঁইয়া।
সমাবেশের আগে দুই নেতার সমর্থকেরা স্লোগান দিয়ে মিছিল নিয়ে প্রবেশ করেন। সমাবেশ শুরুর পরও একপক্ষ শ্যামলের নামে, অন্যপক্ষ কবিরের নামে স্লোগান দিতে থাকে। একপর্যায়ে কবির আহমেদ ভূঁইয়ার বিরুদ্ধে 'ভুয়া ভুয়া' বলে স্লোগান দেয় আরেক পক্ষ। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
এ সময় ক্ষুব্ধ হয়ে মাইক হাতে নিয়ে কবির আহমেদ ভূঁইয়া বলেন, 'আমার নাম বললেই ভুয়া ভুয়া বলা হচ্ছে। আমি কি এতই পঁচে গেছি? অথচ শ্যামল ভাই বক্তব্য দিলে এমন হচ্ছে না। আমি আমার নেতা-কর্মীদের এমন শিক্ষা দেইনি। কারও নাম নিয়ে বিরূপ মন্তব্য করাটা হীনমন্যতার পরিচয়।'
পরিস্থিতি সামাল দিতে মাইকে কোনো নেতার নামে স্লোগান না দেওয়ার ঘোষণা দেওয়া হয়। তবে এতেও কাজ হয়নি।
পরে বিব্রত হয়ে খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, 'কারও নামে স্লোগান দেওয়ার দরকার নেই। আমি ও কবিরের মধ্যে কোনো বিভেদ নেই। কারও বিরুদ্ধে স্লোগান দেওয়াও ঠিক না। এখানে যারা এসেছেন, সবাই মেহমান। তাদের সম্মান দেওয়া আমাদের দায়িত্ব।'