ধামরাইয়ে স্ত্রীর সামনে ইউপি সদস্যকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ২

ঢাকার ধামরাইয়ে স্ত্রীর সামনে সাবেক ইউপি সদস্য বাবুল হোসেনকে (৫০) পিটিয়ে হত্যার ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে মানিকগঞ্জের সিঙ্গাইর ও ধামরাইয়ের কুল্লা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের মাখুলিয়া গ্রামের অনীক (২৮) ও বড় কুশিয়ারা গ্রামের শয়ন (২২)।
বিষয়টি নিশ্চিত করে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, আজ দুপুরে মানিকগঞ্জের সিঙ্গাইর ও ধামরাইয়ের কুল্লা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আগামীকাল তাদের আদালতে পাঠানো হবে।
'বাবুল হোসেনকে হত্যার ঘটনায় তার স্ত্রী ইয়াসমিন বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে থানায় মামলা করেছেন। এর মধ্যে গ্রেপ্তাকৃত দুজনের নাম রয়েছে', যোগ করেন ওসি।
এর আগে গতকাল শুক্রবার দুপুরে জুমার নামাজের সময় ধামরাইয়ের কুল্লা ইউনিয়নে জমিতে সরিষা মাড়াইয়ের কাজ করার সময় স্ত্রীর সামনেই বাবুল হোসেনকে পিটিয়ে হত্যা করা হয়। পরে তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, জমি নিয়ে বিরোধের জেরে বাবুলকে হত্যা করা হতে পারে।
বাবুল স্থানীয় বিএনপির রাজনীতির সাথেও সম্পৃক্ত ছিলেন।