খিলগাঁওয়ে স মিলে লাগা আগুন নিয়ন্ত্রণে
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। আরো ৩টি ইউনিট যোগ দিচ্ছে।

ছবি: ফায়ার সার্ভিস
রাজধানীর খিলগাঁও তালতলা মার্কেটের পাশে একটি স মিলে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের প্রায় দুই ঘণ্টা প্রচেষ্টার পর আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ৯টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।
ফায়ার সার্ভিস জানিয়েছে, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি বা হতাহতের কথা জানা যায়নি।