বিশ্ব সড়ক নিরাপত্তা সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদলও ওয়াকআউট করেছে: পররাষ্ট্র মন্ত্রণালয়

ইসরায়েলের প্রতিনিধিদের উপস্থিতির কারণে মরক্কোর মারাকেশে মন্ত্রী পর্যায়ের চতুর্থ বিশ্ব সড়ক নিরাপত্তা সম্মেলন থেকে বেশ কয়েকটি দেশের প্রতিনিধি ওয়াকআউট করেন। এসব দেশের মধ্যে বাংলাদেশও রয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে।
আজ শুক্রবার মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, সম্মেলন থেকে ওয়াকআউটের বিষয়ে কেউ কেউ ভুল ব্যাখ্যা দিচ্ছেন। যেসব দেশ ওয়াকআউট করেছে তাদের মধ্যে বাংলাদেশের প্রতিনিধিদলও ছিল।
আরও বলা হয়, 'ফিলিস্তিনিদের স্বার্থ, তাদের ওপর হওয়া দমন-পীড়ন ও ইসরায়েলি গণহত্যার বিষয়ে বাংলাদেশের অবস্থান সর্বজনবিদিত।'
বিবৃতিতে মন্ত্রণালয় সংশ্লিষ্ট সবাইকে এই বিশেষ পরিস্থিতি সম্পর্কে ভুল তথ্য ছড়ানো থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বিষয়টি সম্পর্কে 'ভুল ব্যাখ্যা বা ভুল তথ্য' কী তা স্পষ্ট করা হয়নি।
দ্য নিউ আরবের এক প্রতিবেদন অনুযায়ী, গত ১৮ ফেব্রুয়ারি মরক্কোর মারাকেশে মন্ত্রী পর্যায়ের চতুর্থ বিশ্ব সড়ক নিরাপত্তা সম্মেলন শুরু হয়। এতে ইসরায়েলের প্রতিনিধি হিসেবে সে দেশের পরিবহনমন্ত্রী মিরি রেগেভ অংশ নেন। এদিন তিনি ভাষণ দেওয়া শুরু করলে এর প্রতিবাদে তুরস্ক, জর্ডান, আয়ারল্যান্ড ও ফিলিস্তিনের প্রতিনিধিরা ওয়াকআউট করেন।
তবে প্রতিবেদনটিতে বাংলাদেশের প্রতিনিধিদের ওয়াকআউট করা নিয়ে কিছু উল্লেখ করা হয়নি।