খুলনায় শিক্ষার্থীদের ওপর হামলা: কাল সারাদেশে নিপীড়নের ভিডিও প্রদর্শনী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের নেতা-কর্মীদের হামলার প্রতিবাদে আগামীকাল বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই মাসের ও খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের নিপীড়নের ভিডিও চিত্র প্রদর্শনী কর্মসূচি করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে আজ মঙ্গলবার রাত সাড়ে ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ থেকে সংগঠনটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এ কর্মসূচির ঘোষণা দেন। তিনি বলেন, টিএসসিতেও এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের সামনে বিক্ষোভ মিছিল করেন সংগঠনটির নেতা-কর্মীরা। পরে তারা রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশ করেন।
সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক বলেন, বিপ্লবের পরেও ১৫ জুলাইয়ের ঘটনার পুনরাবৃত্তি খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘটেছে। এক দল ক্ষমতায় থাকতে হামলা করেছে, আরেকদল ক্ষমতায় আসার আগেই হামলা করল। এর বিচার নিশ্চিত করতে হবে।
সমাবেশে তারা 'ছাত্রলীগ যে পথে, ছাত্রদল সেই পথে', 'কুয়েট তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই', 'ছাত্রদলের সন্ত্রাস, রুখে দাঁড়াও ছাত্র সমাজ', 'কুয়েট তোমার ভয় নাই, জুলাই-আগস্ট ভুলি নাই' বলে স্লোগান দেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল বলেন, 'ফ্যাসিবাদী কাঠামো বিলোপের লড়াই এখনও শেষ হয়নি। যার প্রমাণ আজকের কুয়েট। আমরা দেখেছি হামলা করার পরেও হামলাকারীরা বিবৃতির মাধ্যমে কুরাজনীতি করে যাচ্ছে। যারা বাংলাদেশে লাঠির রাজনীতি করবে তাদের বাংলাদেশ ছাড়া করা হবে।'
সমন্বয়ক আবু বাকের মজুমদার বলেন, 'আমরা দেখেছি জুলাই মাসে আমাদের সঙ্গে ছাত্রলীগ একইসাথে কর্মসূচি দিত। আজ কুয়েটের হামলাকারীরাও একইসাথে কর্মসূচি দিয়েছে।'
এ সময় তিনি হামলাকারীদের বিচারের দাবি জানান।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, 'চাপাতি, হকিস্টিকের রাজনীতি করা ছাত্রলীগ যে পথে, আপনারাও যাবেন সে পথে। গত ১৬ বছরে আপনাদের ওপর জুলুম হয়েছে, আপনারা মজলুম ছিলেন, জালেম হয়েন না। নতুন করে হেলমেট বাহিনীর আমদানি হয়েছে।'
সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ, সমন্বয়ক আব্দুল কাদের, রিফাত রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর শিবির ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ হামলা চালিয়েছে দাবি করে একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলও বিক্ষোভ মিছিল করেছে।

এর আগে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের নেতা-কর্মীদের হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ মঙ্গলবার সন্ধ্যায় সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
এদিকে হামলা প্রতিবাদে রাত সাড়ে ৮টায় খুলনার শিববাড়ি চত্বরেও বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুলনা মহানগর শাখার যুগ্ম আহ্বাবায়ক মো. নাঈম মল্লিক। তিনি বলেন, সাধারণ শিক্ষাথীদের হামলার প্রতিবাদে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
এর আগে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে সাধারণ শিক্ষার্থীদের সাথে ছাত্রদলের সংঘর্ষ শুরু হয়। বিকেল ৫টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ চলে। পরে যৌথ বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে থাকে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে ক্যাম্পাসে ছাত্রদলের নেতা-কর্মীরা প্রচারণা কার্যক্রম চালায়। এর প্রতিবাদে একদল শিক্ষার্থী ক্যাম্পাসে বিক্ষোভ করেন। তারা 'ছাত্ররাজনীতির ঠিকানা, এই কুয়েটে হবে না', 'রাজনীতি মুক্ত ক্যাম্পাস চাই' বলে স্লোগান দেন। বিক্ষোভকারী শিক্ষার্থীরা ক্যাম্পাসের কেন্দ্রীয় মসজিদের সামনে পৌঁছালে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়।