বাংলাদেশ, ভারতসহ বিভিন্ন দেশে আর্থিক সহায়তা বাতিল যুক্তরাষ্ট্রের
বিশ্বের বিভিন্ন দেশে নানা প্রকল্পে আর্থিক সহায়তা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে বাংলাদেশ ও ভারতের দুটি প্রকল্পেও মার্কিন সহায়তা বাতিল করা হয়েছে।
আজ রোববার (১৬ ফেব্রুয়ারি) এক্স-এ দেওয়া এক বার্তায় এই তথ্য জানিয়েছে ইলন মাস্কের নেতৃত্বাধীন ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি (ডিওজিই)।
রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বাংলাদেশে ২৯ মিলিয়ন মার্কিন ডলারের প্রকল্প 'স্ট্রেনদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশ' এবং এবং ভারতে ভোটার উপস্থিতি বাড়ানো-সংক্রান্ত প্রকল্পের জন্য নির্ধারিত ২১ মিলিয়ন ডলারের কর্মসূচি বাতিল করেছে যুক্তরাষ্ট্র।
ডিওজিই'র ওই পোস্টে বলা হয়েছে, 'মার্কিন করদাতাদের দেওয়া অর্থে নিম্নলিখিত বিষয়গুলোতে ব্যয় করা হয়, যার সবকটি বাতিল করা হয়েছে।'
যুক্তরাষ্ট্রের ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি ও যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ডিএফআইডি)বাংলাদেশের স্ট্রেনদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশ (এসপিএল) প্রকল্পে অর্থায়ন করে।
ডিওজিইর পোস্টের তথ্য অনুযায়ী, নেপালে ৩ কোটি ৯০ লাখ ডলারের আর্থিক সহায়তা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। তালিকার বাকি দেশগুলো হলো- মোজাম্বিক, কম্বোডিয়া, সার্বিয়া, লাইবেরিয়া, মালি ও মিসর।
এছাড়া, এশিয়া ও আফ্রিকার দুটি প্রকল্পেও আর্থিক সহায়তা দেবে না যুক্তরাষ্ট্র।
দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর ডিওজিই গঠন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টেসলা ও স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ককে এটির প্রধান করা হয়েছে। বিভিন্ন খাতের বরাদ্দে কাটছাঁট করা এই বিভাগের অন্যতম লক্ষ্য।
