সরকারি কার্যক্রম পর্যবেক্ষণে জেলা-উপজেলা পর্যায়ে ‘নাগরিক কমিটি’ গঠন, ছাত্র প্রতিনিধি রাখার সুপারিশ

সরকারি কার্যক্রম পর্যবেক্ষণের জন্য জেলা ও উপজেলা পর্যায়ে 'নাগরিক কমিটি' গঠন করার এবং এই কমিটিতে ছাত্র প্রতিনিধি রাখার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন।
আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সংক্রান্ত সুপারিশ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আবদুল মুয়ীদ চৌধুরী।
প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যবেক্ষণের জন্য যেমন সংসদীয় স্থায়ী কমিটি রয়েছে, তেমনিভাবে জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন শ্রেণী-পেশার নাগরিকদের নিয়ে একটি করে 'জেলা নাগরিক কমিটি' ও উপজেলা নাগরিক কমিটি' গঠনের সুপারিশ করা হলো।
আরও বলা হয়েছে, এই কমিটিতে ছাত্র প্রতিনিধি রাখতে হবে।
প্রতিবেদনে বলা হয়েছে, 'নাগরিক কমিটি' সরকারি পরিষেবা সম্পর্কে চার মাস অন্তর নিজেদের মধ্যে সভা করবে এবং তার কার্যবিবরণী জেলা কমিশনারের ওয়েবসাইটে ও সংশ্লিষ্ট দপ্তর প্রধানের কাছে পাঠাবে।