অটোরিকশা চলাচল বন্ধের আদেশ স্থগিত চেয়ে আবেদন করেছেন রাষ্ট্রপক্ষ

ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে গত ১৯ নভেম্বর হাইকোর্ট যে আদেশ দিয়েছে তা স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।
আজ সোমবার (২৫ নভেম্বর) আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়েছে বলে অ্যাটর্নি জেনারেল কার্যালয় সূত্রে জানা গেছে। চেম্বার বিচারপতির আদালতে এ আবেদনের ওপর শুনানি হতে পারে।
আবেদন করার বিষয়টি ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
গত ১৯ নভেম্বর হাইকোর্ট ঢাকা মহানগরে তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ দেন। পাশাপাশি এ বিষয়ে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন।
এর আগে বুধবারও (২০ নভেম্বর) রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন রিকশাচালকরা। এসময় পুলিশের সঙ্গে ব্যাটারিচালিত রিকশাচালকদের সংঘর্ষের ঘটনাও ঘটে।
পরে গতকাল রোববার (২৪ নভেম্বর) ১৯ নভেম্বরে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নেয় রাষ্ট্রপক্ষ।
ঢাকায় বর্তমানে প্রায় ১২ লাখ রিকশা চলাচল করছে, যার মধ্যে বেশিরভাগই ব্যাটারিচালিত। অনেক পুরোনো পায়ে চালিত (প্যাডেল) রিকশাকে ব্যাটারি দিয়ে মোটরচালিত রিকশায় রূপান্তর করা হচ্ছে।