আনিসুল হকের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ
বুধবার (১৪ আগস্ট) এ বিষয়ে সব ব্যাংকে চিঠি পাঠিয়েছে বিএফআইইউ।

আনিসুল হক। ফাইল ছবি
সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ (জব্দ) করতে সব ব্যাংককে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইইউ। বুধবার (১৪ আগস্ট) এ বিষয়ে সব ব্যাংকে চিঠি পাঠিয়েছে বিএফআইইউ।
বিএফআইইউ-এর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দ্য বিজনেস স্ট্যান্ডার্ড (টিবিএস)-কে এই তথ্য নিশ্চিত করেছেন।
একই সঙ্গে আওয়ামী লীগ নেতা মির্জা আজম এমপি এবং জান্নাত আরা হেনরির ব্যাংক অ্যাকাউন্টও জব্দ করা হয়েছে।