শাহবাগে চতুর্থ দিনের মতো সনাতন ধর্মাবলম্বীদের বিক্ষোভ

সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তার দাবিতে রাজধানীর শাহবাগে চতুর্থ দিনের মতো মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি করছেন সনাতন ধর্মাবলম্বীরা। আজ সোমবার বিকেলে তাদের এ কর্মসূচি শুরু হয়।
এতে শাহবাগ সংলগ্ন বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত কর্মসূচি চলছিল।
বিক্ষোভ থেকে 'হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা কেন, জাবাব চাই', 'তুমি কে আমি কে, বাঙালি, বাঙালি', '৭১ এর হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার' ইত্যাদি স্লোগান দেন।
কর্মসূচি থেকে বক্তারা হিন্দু মন্দির ও স্থাপনার সুরক্ষায় ভূমিকা রাখায় বিভিন্ন ইসলামী দলের প্রশংসা করেন।