কোটা সংস্কার আন্দোলন: জাবির কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে শিক্ষার্থীরা, মূল ফটকে পুলিশ
সরকারি চাকরিতে কোটাব্যবস্থার সংস্কার চেয়ে এক দফা দাবিতে 'বাংলা ব্লকেড' কর্মসূচির অংশ হিসেবে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করতে ইতোমধ্যেই একজন দুজন করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হতে শুরু করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা।
পূর্ব ঘোষণা অনুযায়ী আজ দুপুর ২:৩০ মিনিটে শিক্ষার্থীদের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে শিক্ষার্থীদের আসতে কিছুটা সময় লাগছে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জাবি শাখার যুগ্ম আহ্বায়ক আবদুর রশিদ জিতু।
দ্য বিজনেস স্ট্যান্ডার্ড কে তিনি বলেন, "শিক্ষার্থীরা আসতে শুরু করেছে, যদিও আমাদের ৩টায় অবরোধ কর্মসূচি শুরু করার কথা কিন্তু বৃষ্টির কারণে কিছুটা দেরি হতে পারে।"
তবে কিছুটা দেরি হলেও কর্মসূচি পালনের ব্যাপারে দৃঢ়তা প্রকাশ করেন তিনি।
এদিকে এ আন্দোলনে প্রথমবারের মত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সহ বিভিন্ন গেইটে দুপুর থেকে অবস্থান নিতে দেখা গেছে পুলিশ সদস্যদের।
দুপুর আড়াইটার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আসেন ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ, অপারেশন এবং ট্র্যাফিক) আব্দুল্লাহিল কাফি।
এছাড়াও উপস্থিত রয়েছেন, অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিদুল ইসলাম, সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, মো. শাহজামান, আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম সায়েদ, ডিবি (উত্তর) এর ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াজউদ্দিন আহমেদসহ জেলা ও জেলা গোয়েন্দা পুলিশের অন্যান্য কর্মকর্তারা।
পুলিশের একটি সূত্র বলছে, আজ শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধের চেষ্টা করলে সংঘাতের সম্ভাবনা তৈরি হতে পারে।
