ভারতে গিয়ে নিখোঁজ ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য; ডিবির সহযোগিতা চেয়েছেন মেয়ে

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার ভারতে গিয়ে নিখোঁজ হয়েছেন। পরিবারের তথ্যমতে, গত ১১ মে চিকিৎসার জন্য সেখানে গিয়েছিলেন তিনবারের এই সংসদ সদস্য।
আজ (রোববার) সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন ডিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ।
এর আগে আজ বিকেলে ডিবি কার্যালয়ে হারুন অর রশীদের সঙ্গে দেখা করেন নিখোঁজ সংসদ সদস্যের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। এইসময় বাবার সন্ধানের জন্য তিনি ডিবির কাছে সহযোগিতা চান।
এদিকে ডিবি পুলিশ জানায়, তারা নিখোঁজ সংসদ সদস্যের খোঁজ পেতে ভারতীয় পুলিশের সাথে যোগাযোগ করছে। ডিবিপ্রধান হারুন বলেন, "সংসদ সদস্যের ভারতীয় নম্বরের লোকেশন মুজাফফরাবাদ অর্থাৎ বিহারের দিকে।"
ডিবিপ্রধান জানান, নিখোঁজ সংসদ সদস্য আনার ১২ মে দর্শনার গেদে সীমান্ত দিয়ে কলকাতা যান। কলকাতায় তার একজন পরিচিত গোপাল নামে একজনের বাসায় উঠেন। পরদিন ১৩ মে সকালে নাস্তা করে ওই বাসা থেকে বেরিয়ে যান। সেদিন সন্ধ্যায় কলকাতায় গোপালের বাসায় যাওয়ার কথা থাকলেও সংসদ সদস্য যাননি৷
হারুন অর রশীদ বলেন, "নিখোঁজ সংসদ সদস্যের মোবাইল থেকে হোয়াটসঅ্যাপে যে মেসেজ এসেছে যে, তিনি ভারতের কয়েকজনের সাথে দেখা করবেন। কিন্তু এই মেসেজগুলো নিখোঁজ এমপির পরিবার বিশ্বাস করছেন না। "
ডিবিপ্রধান জানান, "ভারতীয় স্পেশাল টাস্ক ফোর্সের সাথে যোগাযোগ করেছি। বিষয়টি সমাধানে একসাথে কাজ করা হচ্ছে।"
হারুন অর রশীদ জানান, গত ১৬ মে সকাল ৭টার দিকে এমপির নম্বর থেকে দুটি ফোন আসে। একটি আসে এমপির এপিএসের নম্বরে আরেকটি ফোনকল আসে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর নম্বরে। কিন্তু তখন দুজনের কেউই টেলিফোন ধরতে পারেনি।
কানের সমস্যার চিকিৎসায় ভারতে যান
গত ১১ মে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য ভারতের কলকাতায় যান বলে জানিয়েছে তার পরিবার। প্রেস কনফারেন্সে মেয়ে ডরিন বলেন, "তিন দিন ধরে আমার বাবাকে ফোনে পাচ্ছি না। তার মোবাইল ফোনটি মাঝে মাঝে খোলা পাই আবার মাঝে মাঝে বন্ধ পাই। পরে এই বিষয়ে আমি হারুন (ডিবি প্রধান) আঙ্কেলের সঙ্গে যোগাযোগ করি। হারুন আঙ্কেল আমাকে বলেছেন বিষয়টি তিনি দেখছেন। পরে আজকে আমি ওনার কার্যালয়ে আসি।"
ডরিন আরও বলেন, "আমি নিজেও ইন্ডিয়া দ্রুত সময়ের মধ্যে যাব।"
সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য নিয়মিত ভারতে যান কি-না এমন এক প্রশ্নের জবাবে ডরিন বলেন, "বাবার কানে মেজর সমস্যা আছে। তার একটি কান বন্ধ থাকে। এই জন্য তিনি নিয়মিত ভারতে চিকিৎসার করাতে আসা যাওয়া করেন।"
আনোয়ারুল আজিম আনার ভারতে গিয়ে অপহরণের শিকার হয়েছেন কি-না এমন সন্দেহের বিষয়ে জানতে চাইলে তার মেয়ে বলেন, "না, আমরা আপাতত এরকম কোন সন্দেহ করছি না।"
এমনকি মেয়ে ডরিনের মতে, তার বাবার ভারতে কোন ধরনের ব্যবসায়িক লেনদেনও ছিল না।
সংসদ সদস্যের পরিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে যোগাযোগ করেছে কি-না জানতে চাইলে ডরিন বলেন, "হ্যাঁ, আমরা যোগাযোগ করেছি। মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টি দেখছেন এবং আমাদেরকে আশ্বস্ত করেছেন।"