বিদ্যুতে ব্যবহৃত গ্যাসের দাম ঘনমিটারে ৭৫ পয়সা বাড়াল সরকার
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এই মূল্যবৃদ্ধি ফেব্রুয়ারি মাস থেকেই কার্যকর হবে।

বিবিয়ানার একটি গ্যাসক্ষেত্র। ফাইল ছবি: সংগৃহীত
বিদ্যুতে ব্যবহৃত গ্যাসের দাম প্রতি ঘনমিটারে ৭৫ পয়সা বেড়েছে। এছাড়া কলকারখানায় ব্যবহৃত ক্যাপটিভ বিদ্যুতের গ্যাসের দামও প্রতি ঘনমিটারে ৭৫ পয়সা বাড়িয়েছে সরকার ৷
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এই মূল্যবৃদ্ধি ফেব্রুয়ারি মাস থেকেই কার্যকর হবে।
বর্তমানে বিদ্যুতে ব্যবহৃত প্রতি ইউনিট গ্যাসের দাম ১৪ টাকা এবং ক্যাপটিভে ৩০ টাকা ৷ এর ফলে বিদ্যুতের উৎপাদন খরচ বাড়বে ৷
তবে বাসাবাড়ি ও পরিবহনের গ্যাসের দাম বাড়েনি।