শিগগিরই ডলার সমস্যার সমাধান হবে: সালমান এফ রহমান

চলমান ডলার সমস্যার শিগগিরই সমাধান হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।
তিনি বলেন, 'দুটি বিষয় এই মুহূর্তে ডলারের চাপ কমাতে সহায়তা করতে পারে। একটি হচ্ছে রেমিট্যান্স বাড়ানো, আরেকটি হচ্ছে রপ্তানি বাড়ানো। সরকার এ বিষয়ে পদক্ষেপ নিয়েছে।'
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সালমান এফ রহমান বলেন, `রপ্তানি বাড়ানোর জন্য অনেকগুলো নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। সম্প্রতি আমদানি অনেকটা কমে গেছে। তারপরও ডলারের ওপর চাপ থাকছে।'
তিনি বলেন, `রপ্তানি বাড়াতে প্রধানমন্ত্রী বেশ কিছু নির্দেশনা দিয়েছে। রপ্তানি বহুমুখী করতে হবে। এরপর আইন করা হয়েছে বিদেশি অ্যাকাউন্টে প্রবাসীরা ডলার রাখতে পারবে।'
ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান বলেন, সর্বশেষ উদ্যোগগুলো শিগগিরই ডলার সংকটের সমাধান করবে বলে তিনি বিশ্বাস করেন।
এর আগে তিনি তার নির্বাচনী এলাকার উন্নয়ন পরিকল্পনা নিয়ে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলার প্রশাসক আনিসুর রহমান ও ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান।