প্রধান বিচারপতির বাসভবনে হামলার ২ মামলায় বিএনপির ৩ নেতার জামিন

প্রধান বিচারপতির বাসভবনে হামলার ও নাশকতার অভিযোগে রমনা থানার পৃথক দুটি মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী এবং যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের জামিন মঞ্জুর করেছেন ঢাকার আদালত।
উচ্চ আদালতের দেওয়া জামিনের মেয়াদ শেষ হওয়ায় বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক আছাদুজ্জামানের আদালতে তারা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।
শুনানি শেষে আদালত তাদের বিশ হাজার টাকা মুচলেকায় আগামী বছরের ২৮ জানুয়ারি মামলার পরবর্তী ধার্য তারিখ পর্যন্ত জামিন মঞ্জুর করেন। বিএনপির যুগ্ম মহাসচিব এ এম মাহবুব উদ্দিন খোকন বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন।
২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে প্রধান বিচারপতির সরকারি বাসভবনে হামলা সংক্রান্ত মামলায় এর আগে গত ৭ নভেম্বর অভিযুক্ত তিন আইনজীবীকে তিন সপ্তাহের আগাম জামিন দেন হাইকোর্ট।
ওই সময় আদালত আগাম জামিনের মেয়াদ শেষ হলে আইনজীবীদের বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলেন এবং এ জামিন আদেশ অন্য আসামিদের আগাম জামিনের ক্ষেত্রে রেফারেন্স হিসেবে ব্যবহার করা যাবে না বলে উল্লেখ করেন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, আবদুল আউয়াল মিন্টু ও শামসুজ্জামান দুদুসহ ৫৯ নেতাকর্মীর বিরুদ্ধে রমনা থানায় মামলাটি করেছে পুলিশ।
এর মধ্যে একটি মামলায় ২৯ অক্টোবর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কারাগারে পাঠানো হয়।
মামলার এজাহারে বলা হয়, ২৮ অক্টোবর দুপুর ১টার দিকে প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও ভাঙচুর চালায় বিএনপি নেতাকর্মীরা।