৭ দল আ. লীগের সাথে জোটবদ্ধ হয়ে নৌকা মার্কায় নির্বাচন করতে চায়

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগের সাথে জোট গঠনে নির্বাচন কমিশনে আবেদন করেছে ৭ রাজনৈতিক দল।
আবেদনকারী দলগুলো হলো– হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), আরশ আলীর নেতৃত্বাধীন গণতন্ত্রী পার্টি, দিলীপ বড়ুয়ার নেতৃত্বাধীন সাম্যবাদী দল, আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টি, রাশেদ খান মেননের নেতৃত্বাধীন ওয়ার্কার্স পার্টি, বিকল্প ধারা বাংলাদেশ এবং তরীকত ফেডারেশন।
অবহিত সূত্রগুলো জানায়, এবিষয়ে আজ শনিবার (১৮ নভেম্বর) নির্বাচন কমিশনে তারা চিঠি দিয়েছে।
জোটবদ্ধ হয়ে নির্বাচনের আবেদন করার শেষ তারিখ আজ শনিবারে তারা এই আবেদন জমা দেয়।
আওয়ামী লীগসহ ১০ দল জোটবদ্ধভাবে নির্বাচনের জন্য ইসিতে আবেদন করেছে।
এই সম্পর্কে সাংবাদিকদের নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, 'আওয়ামী লীগের চিঠিতে আছে যে তারা জোটবদ্ধভাবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবে। আর আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার স্বাক্ষরে তারা মনোনয়ন দেবে।'