৩ দিনে ৭৭ টন আলু আমদানি

স্থানীয় বাজারে দাম কমাতে সরকার আলু আমদানির সিদ্ধান্ত নেওয়ার পরে গত দিনে ৭৭ টন আলু আমদানি হয়েছে।
কৃষিমন্ত্রণালয়ের তথ্যমতে, সরকার ১.০৭ লাখ টন আলু আমদানির অনুমতি দিয়েছে, তবে এপর্যন্ত মাত্র ৭৭ টন আমদানি হয়েছে।
এর আগে সোমবার (৩০ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয় একটি বিজ্ঞপ্তি জারি করে আগ্রহী আমদানিকারকদের আলু আমদানির অনুমতি চেয়ে আবেদন করতে বলে।
একইদিন, মন্ত্রণালয় জেলা প্রশাসকদেরকে ১ নভেম্বর থেকে হিমাগার পর্যায়ে সরকার নির্ধারিত ২৬–২৭ টাকা প্রতি কেজি মূল্যে আলু বিক্রি নিশ্চিত করার নির্দেশ দেয়।
এক চিঠিতে মন্ত্রণালয় জানায়, অনেক আলু ব্যবসায়ী হিমাগার ও খুচরা পর্যায়ে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে আলু বিক্রি করছেন; এ পরিস্থিতিতে জেলা কমিশনাররা জেলা বা উপজেলা পর্যায়ে একজন উপযুক্ত কর্মকর্তাকে এক বা একাধিক হিমাগার তদারকির দায়িত্ব দেবেন।
১৪ সেপ্টেম্বর সরকার হিমাগার পর্যায়ে প্রতি কেজি আলুর বিক্রয়মূল্য ২৬–২৭ টাকা এবং খুচরা পর্যায়ে প্রতি কেজি ৩৫–৩৬ টাকা নির্ধারণ করে।
তবে এ সপ্তাহে রাজধানীর বাজারগুলোতে আলু কেজিপ্রতি ৬০–৭০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহের তুলনায় ১০ টাকা বেশি।