তৃতীয় মাত্রা’র উপস্থাপক জিল্লুর রহমানের ব্যাংক হিসাব তলব

চ্যানেল আইয়ের জনপ্রিয় টক শো 'তৃতীয় মাত্রা'র উপস্থাপক ও পরিচালক জিল্লুর রহমানের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
একইসঙ্গে তার প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) ব্যাংক হিসাবও তলব করা হয়েছে। তিনি এ প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক পদে রয়েছেন।
বিএফআইইউ- এর এক কর্মকর্তা টিবিএসকে নাম না প্রকাশের শর্তে বলেন, অনেক সময় আমরা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের হিসাব তলব করে থাকি। এটা আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ।
তিনি আরো বলেন, সিজিএস এবং এর কর্মকর্তা জিল্লুরের বিষয়ে বিএফআইইউ'য়ে তথ্য এসেছে। তাই তার ব্যাংক হিসাব তলব করা হয়েছে। বিএফআইইউ এর চিঠিতে পাঁচ কার্যদিবসের মধ্যে জিল্লুর রহমান ও সিজিএসের ব্যাংক হিসাব, কার্ডে জমা ও উত্তোলন—সব ধরনের তথ্য চাওয়া হয়েছে। এসব হিসাবে বিদেশ থেকে অর্থ জমা হলে তার তথ্যও জানতে চাওয়া হয়েছে।
বিএফআইইউ থেকে সব ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে পাঠানো চিঠিতে এসব তথ্য চাওয়া হয়। বিএফআইইউ স্বতন্ত্র ইউনিট হলেও- এটি পরিচালিত হয় বাংলাদেশ ব্যাংকের অধীনে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এই ইউনিটের রিপোর্টিং-প্রধান।