হিরো আলমকে নির্যাতনের সময় পুলিশের ভূমিকা খতিয়ে দেখা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

হিরো আলমকে নির্যাতনের সময় পুলিশের ভূমিকা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার (১৮ জুলাই) হিরো আলম প্রসঙ্গে সভা শেষে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হিরো আলমের সাথে এ ধরনের আচরণের পেছনে কাদের ইন্ধন আছে আমরা তা খুঁজে বের করছি।
তিনি বলেন, এ ঘটনায় ইতোমধ্যে ৮ জন গ্রেপ্তার হয়েছে। আরো গ্রেপ্তার হতে পারে। ঘটনার সময় পুলিশের ভূমিকা কী ছিল, তাও খতিয়ে দেখা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচনের শেষ সময়ে এসে এটা কারা ঘটিয়েছে, শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছিল সেটা ভন্ডুল করতে কারা এটা করলো তাদের বের করতে যথেষ্ট আন্তরিক আইনশৃঙ্খলা বাহিনী। বিএনপির সমাবেশেও জয় বাংলা শ্লোগান দিয়ে এবং আওয়ামী লীগের ব্যানার নিয়ে লোকজন জড়ো হয়। অতএব এই ঘটনার মেসেজটাই খুজে বের করছি আমরা।
এদিকে হিরো আলমকে নির্যাতনের ঘটনা এবং রোহিঙ্গা ক্যাম্পে সহিংসতা বৃদ্ধি নিয়ে উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ঠিকমতো হচ্ছে কি না তা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চেয়েছেন তিনি।