জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার প্রতিষ্ঠাতা গ্রেপ্তার

শুক্রবার (২৩ জুন) রাজধানীর ডেমরা এলাকা থেকে জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার প্রতিষ্ঠাতা শামিন মাহফুজ ও তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।
তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরকও জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন সিটিটিসি কর্মকর্তারা।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ (২৪ জুন) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে তারা গণমাধ্যমকে এ বিষয়ে ব্রিফ করবেন।