মধ্যরাতে হাসপাতালে ভর্তি করা হলো খালেদা জিয়াকে

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মধ্যরাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার দিবাগত মধ্যরাতে তাকে হাসপাতালে নেয়া হয় বলে নিশ্চিত করেন খালেদা জিয়ার প্রেস কর্মকর্তা শামসুদ্দিন দিদার। রাত পৌনে একটায় টিবিএসকে তিনি বলেন, 'ম্যাডামকে হাসপাতালে নেয়া হচ্ছে।'
জানা যায়, হঠাৎ করে শারীরিকভাবে অসুস্থ বোধ করায় সাবেক এই প্রধানমন্ত্রীকে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত দেন।
এ বিষয়ে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, 'ম্যাডাম শারীরিকভাবে অসুস্থ বোধ করায় তাকে হাসপাতালে নেওয়া হয়।'
খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে ২০১৮ সালে খালেদা জিয়া কারাগারে গিয়েছিলেন। দেশে করোনা মহামারি শুরুর পর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২০ সালের ২৫ মার্চ সরকার নির্বাহী আদেশে তার সাজা স্থগিত করে।
এরপর কয়েক দফায় তার দণ্ডাদেশ স্থগিতের মেয়াদ বাড়ানো হয়েছে।