ঢাকার সবুজ এলাকা কমে ৭%, জলাভূমি মাত্র ২.৯%: বিআইপি

গত ২৮ বছরে রাজধানী ঢাকার সবুজ এলাকা কমে মাত্র ৭ শতাংশে দাঁড়িয়েছে; অন্যদিকে, জলাভূমি নেমে এসেছে মাত্র ২.৯ শতাংশে।
বর্তমানে, ঢাকায় মাত্র ২৯.৮৫ বর্গ কিলোমিটার (কিমি) এলাকায় গাছপালা বা ফাঁকা স্থান রয়েছে, যা ১৯৯৫ সালে ছিল প্রায় ৫২.৪৮ বর্গ কিমি। অন্যদিকে, জলাভূমি এলাকা উল্লেখযোগ্য পরিমাণে কমে দাঁড়িয়েছে মাত্র ৪.২৮ বর্গ কিলোমিটারে, যা ১৯৯৫ সালে ৩০.২৪ বর্গ কিলোমিটার ছিল।
যদিও একটি আদর্শ শহরে ১৫ শতাংশ সবুজ এলাকা এবং কমপক্ষে ১০ থেকে ১২ শতাংশ জলাভূমি থাকার নিয়ম রয়েছে।
শনিবার (৩ জুন) সকালে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্লানার্সের (বিআইপি) আয়োজনে '২৮ বছরে রাজধানীর জলাধার ও সবুজ নিধন: বাস্তবতা ও উত্তরণের পথনকশা' শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ ও গোলটেবিল আলোচনায় এ তথ্য উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন বিআইপির সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ শেখ মুহাম্মদ মেহেদী আহসান।
প্রতিবেদনে বলা হয়েছে, নতুন ক্লাব, বাজার এবং বাজার স্থাপনের প্রচেষ্টা পার্ক এবং খেলার মাঠ হিসেবে পূর্ব নির্ধারিত জায়গাগুলো দখল করে ফেলছে। এছাড়া, সর্বশেষ উন্নয়ন পরিকল্পনা অনুযায়ী, পার্কের জন্য নির্ধারিত এলাকায় কংক্রিটের স্থাপনা বৃদ্ধি পাচ্ছে।
এদিকে, ঢাকায় উন্নয়ন কাজের ফলে প্রায়ই জলাভূমি ভরাট করে আবাসিক বা বাণিজ্যিক ভবন তৈরি করা হতে দেখা যাচ্ছে।
আলোচনায় আরও উল্লেখ করা হয়, ঢাকায় বিদ্যমান জমির মালিকানা বেশিরভাগই ব্যক্তিগত এবং নির্দিষ্ট জমি সংরক্ষণের জন্য অনুমোদিত নির্দেশিকা থাকা সত্ত্বেও এখানে তা অনুসরণ করা হচ্ছে না।