পঞ্চগড়ের দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মোটরসাইকেল-ট্রাক্টর সংঘর্ষে বাবা-ছেলে সহ ৩ জন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন অপর এক আরোহী।
বুধবার সকালে উপজেলার দেবীডুবা ইউনিয়নের কালুরহাট কাটহারী এলাকায় বোদা দেবীগঞ্জ মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলে দুইজন নিহত হন। পরে আহতদের উদ্ধার করে প্রথমে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো একজন মৃত্যুবরণ করেন।
নিহতরা হলেন বোদা পৌরসভার তিতোপাড়া গ্রামের আলমাস আলী (৫৫), আলমাস আলীর ছেলে তৌহিদুল ইসলাম (৩৫) এবং একই এলাকার রজব আলীর ছেলে আমীন শেখ (৪৮)। এ সময় গুরুতর আহত হয়েছেন নিহত আমীন শেখের ভাই সালেকুল ইসলাম (৩৫)।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, বুধবার সকালে একই মোটরসাইকেল যোগে ৪ জন ব্যক্তি বোদা থেকে দেবীগঞ্জ উপজেলা শহরের দিকে যাচ্ছিলেন। এসময় তারা দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের কালুরহাট-লক্ষীরহাট এলাকায় পৌঁছলে একই দিকগামী একটি কাঠবোঝাই ট্রাক্টরে তাদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিলে মহাসড়কে ছিটকে পড়েন তারা। এতে ঘটনাস্থলেই দুইজন মৃত্যুবরণ করেন।
পরে গুরুতর আহত দুইজনকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন। এসময় চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়। এদিকে ঘটনার পরপরই ট্রাক্টরটি ফেলে চালক ও তার সহকারী পালিয়ে গেছেন।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জামাল হোসেন দুর্ঘটনায় ৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
